ইত্তেফাক উপ-সম্পাদকীয় প্রসঙ্গ : দেশ ও জাতি আনােয়ার হােসেন
কয়েকদিন ইনফ্লুয়েঞ্জায় ভুগিয়া উঠিয়াছি। শরীর এখনাে দুর্বল। বর্তমান সরকার দৈনিক ইত্তেফাক আমাদের হাতে ফিরাইয়া দিয়াছেন, ইহাকে পুনরায় নিজেদের ব্যবস্থাপনায় চালু করিতে গিয়া গত কয়েকদিন আমাদের সকলকে ব্যস্ত থাকিতে হইয়াছে। শারীরিক এই দুর্বলতা ও ব্যস্ততা সত্ত্বেও দেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে কিছু বক্তব্য পাঠক সাধারণের কাছে তুলে ধরা প্রয়ােজন বােধ করিতেছি। প্রথমেই বলিতে হয়, দেশের রাজনৈতিক পরিবর্তনের কথা। এই পরিবর্তন আকস্মিক, তবে অস্বাভাবিক নয়। প্রকৃতির যে নিয়ম, সেই নিয়মের বাইরে কেউ যাইতে পারে না। নদীর স্বাভাবিক গতিপথকে যদি রুদ্ধ করিয়া দেওয়া হয়, তবে নদীর জলরাশি অস্বাভাবিক উপায়ে হইলেও উহার গতিপথ সৃষ্টি করিয়া নিবে। ইহাই প্রকৃতিদত্ত নিয়ম। পৃথিবীতে এই নিয়মের ব্যত্যয় কখনাে ঘটে নাই, ঘটিতেও পারে না। বাংলাদেশে মানুষের কল্যাণ ও মঙ্গলের নাম করিয়া যে ব্যবস্থাটি দাঁড় করানাে হইতেছিল, আপামর দেশবাসীর মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতাকে গােটা ব্যবস্থাটি সেখানে মুষ্টিমেয় দ্বারা কুক্ষিগত করা হইয়াছিল, বন্ধ করিয়া দেওয়া হইয়াছিল গণ মানুষের নিয়মতান্ত্রিক আত্মপ্রকাশের পথ। এই সর্বগ্রাসী ব্যবস্থার দ্বারা মানুষ নিষ্পেষিত হইতেছিল, ভাঙ্গা বুকের যাতনা ও হতাশা তীব্র হইতে তীব্রতর হইতেছিল। এর যে কোথায় শেষ, কেহ ভাবিয়া পাইতেছিল না। এই অবস্থায় প্রকৃতির নিয়মেই একটা পথ সৃষ্টি হইয়াছে।
বলা যায়, মুষ্টিমেয় কিছু লােকের দ্বারা কুক্ষিগত সেই সর্বগ্রাসী ব্যবস্থার ফলেই বর্তমানের রাজনৈতিক পরিবর্তনটি দেশের সর্বাত্মক পরিস্থিতির দুঃসহ অবস্থায় অবধারিত হইয়া উঠিয়াছিল। এই নূতন রাজনৈতিক পরিবর্তনটি সাধিত হইয়াছে প্রবীণ রাজনৈতিক নেতা খন্দকার মােশতাক আহমদের নেতৃত্বে, সেনাবাহিনীর দ্বারা। এই পরিবর্তন সাধনে তরুণ সামরিক অফিসারদের ভূমিকা অনস্বীকার্য। বলা যায়, দেশের একটা অসম্ভবদুঃসহ অবস্থার বিলােপ ঘটাইয়াছেন তারা এবং জাতির সামনে সৃষ্টি করিয়াছেন চলার উপযােগী পথ ও সুযােগ। এই কাজের জন্য তারা গােটা জাতিরই অভিনন্দন লাভের যােগ্য। গােটা জাতি যে সময় দিগ্বিদিক জ্ঞানশূন্য অবস্থায় শুধু নিচের দিকে তলাইয়া যাইতেছিল, সেই সময় তারাই জীবনের ঝুঁকি নিয়া এই পরিবর্তন সাধন করিয়াছেন। ব্যক্তি পর্যায়ে কাহারও জন্য দুঃখ-শােক বা সহানুভূতি প্রকাশের চাইতেও জাতীয় স্বার্থের দিকটা বড় করিয়া দেখার যে আবশ্যকতা, সেই বিবেচনায় এই নতুন রাজনৈতিক পরিবর্তনকে স্বাগত জানাইতে হইবে। তবে রাজনৈতিক পরিবর্তনের যে আনন্দ-উচ্ছাস তাহা সাময়িক। সাধারণ মানুষকে যখন রূঢ় বাস্তবের মােকাবেলা করতে হয়, ভাত কাপড়ের সমস্যায় পড়িয়া দিশাহারা হইতে হয়, তখন রাজনৈতিক পরিবর্তনের আনন্দ উচ্ছাস মিলাইয়া যায়। অতএব, রাজনৈতিক পরিবর্তনের এই সূচনাকে গণ-মানুষের অর্থনৈতিক ভাগ্যোন্নয়ন ও স্বাচ্ছন্দ্যবিধানের কাজে রূপান্তরিত করিতে হইবে। এই কথা মনে রাখা দরকার, সূচনাতে কোনাে কিছুরই শেষ নয়, শেষ উহার পরিণতি ও ফলাফলে। একটি ঐতিহাসিক সূচনা যাহাতে উহার সমস্ত সম্ভাবনা লইয়া সাধারণ মানুষের জীবনে বাস্তবায়িত হয় তাহা সর্ব প্রযত্নে নিশ্চিত করিতে হইবে।
মনে রাখিতে হইবে বিগত সাড়ে তিন বছরের সময়কালের ভিতর নানা রকমের মতবাদ ও পরীক্ষা-নিরীক্ষা চালু, করিতে গিয়া দেশের পঙ্গু অর্থনীতিকে একেবারেই শয্যাশায়ী করিয়া ফেলা হইয়াছে। দেশের সীমিত সম্পদ, পুঁজি এবং অর্থনৈতিক উদ্যোগ তৎপরতাকে ব্যবহার না করিয়া চালান হইতেছিল এমন সব মারাত্মক পরীক্ষা-নিরীক্ষা যার জন্য দেশের মানুষকে দিতে হইয়াছে বহু মূল্য। উদাহরণস্বরূপ। বলা যায়, দেশের ক্ষুদ্র ও বৃহৎ শিল্প কল-কারখানাগুলিক দেশের সম্পদ বৃদ্ধির কাজে লাগান হয় নাই। অর্থনীতির অনুৎপাদনশীল প্রবণতা থাকা সত্ত্বেও মরার উপর খাড়ার ঘায়ের মতাে এইগুলি রাষ্ট্রায়ত্ত করা হইয়াছে, ভর্তুকি দিয়া অ-লাভজনক ও দায়স্বরূপ করিয়া তােলা হইয়াছে। জনগণের টাকা দিয়া এই সকল রাষ্ট্রয়াত্ত শিল্প কল-কারখানাকে চালান হইতেছিল এবং ইহার ফল দাঁড়াইয়াছিল একটাই এবং তাহা এই যে, কোনাে কোনাে ক্ষেত্রে উহা মুষ্টিমেয় কিছু লােকের লুটপাটের স্থায়ী সুযােগ-সুবিধা সৃষ্টি হইয়াছিল। এই ব্যবস্থায় সামগ্রিক দেশের অর্থনৈতিক অবস্থা হইয়াছে দুঃসহ। দেশ দিনকে দিন শুধু বাহিরের ভিক্ষা ও কৃপার উপর নির্ভরশীল হইয়া পড়িয়াছিল। এরূপ অবস্থায় কোনাে দেশ, কোনাে জাতিই টিকিয়া থাকিতে পারে না। পারে না বিশ্বে মর্যাদার স্থান প্রতিষ্ঠা করিতে। এই সকল বিষয়ে প্রেসিডেন্ট তাঁহার জাতির উদ্দেশ্যে প্রদত্ত প্রথম ভাষণে যে মত ও বক্তব্য রাখিয়াছেন, তার সাথে আমরা একমত।
প্রচলিত মূল্যবােধের প্রতিষ্ঠা ছাড়া কোনাে জাতিরই প্রাণস্পন্দন ঘটিতে পারে না। নাগরিক অধিকারবোেধ ছাড়া আসিতে পারে না ব্যবস্থাও থাকিতে পারে এবং দেশের অভ্যন্তরীণ পুঁজি গঠন ও অর্থনৈতিক কর্মকাজে ইহা নিশ্চিত ফলপ্রসূ অবদান রাখিতে পারে। আর একটা প্রসঙ্গে কিছু বলিয়াই আমার আজিকার বক্তব্যের ইতি টানিব। প্রসঙ্গটি বিদেশী সাংবাদিকের কলমে বাংলাদেশের অবস্থা সম্পর্কে কি লেখা হইবে সেই চিন্তা সামনে রাখিয়া কোনাে সিদ্ধান্ত নেওয়ার আদৌ প্রয়ােজন আছে বলিয়া আমি মনে করি না। সাংবাদিক দেশীই হউন, বিদেশী হউন, তাঁহাদের সংবাদ ও তথ্য সংগ্রহের সর্বপ্রকার সুযােগ-সুবিধা দেওয়া হউক, যাহাতে ভুল তথ্য পরিবেশনের কোনাে অবকাশ না থাকে। কর্তৃপক্ষ এইরূপ ব্যবস্থা নিলে কোনাে বিষয়ে ফিসফিস গুঞ্জনের কোনাে কারণ ঘটিবে না। সরকার বিদেশী সাংবাদিকদের এখানে ৭২ ঘণ্টা অবস্থানের সুযােগ দিয়া বস্তুতপক্ষে দূরদর্শিতার কাজই করিয়াছেন, তবে সময়সীমা নির্ধারণ না করিয়া তাহাদের অবাধ বিচরণের সুযােগ দিলে ব্যক্তিগতভাবে আমি আরও খুশী হইতাম। আমার ধারণা মতে, সাংবাদিকদের অবাধে সংবাদ গ্রহণের সুযােগ দেওয়াই উচিত। বিদেশী সাংবাদিকদের বেলায় বিধি-নিষেধের বা সেন্সরশিপের আদৌ প্রয়ােজন নাই। তাছাড়া বাংলাদেশের অবস্থা ভালাে করিয়া দেখুন, দেখিয়া লিখুন। দুনিয়া বাংলাদেশের উপর সব সময়ই সহানুভূতিশীল ছিল, এই ক্ষেত্রেও বিদেশী সাংবাদিকদের নিকট সেই সহানুভূতি আশা করা ভুল হইবে না। বিধি-নিষেধ ও সেন্সরশিপের দরুন নাহক ভুল বুঝাবুঝির আশঙ্কা ইতিপূর্বে বহুবারই দেখা দিয়েছে। দেশের ভিতর বিদেশী সাংবাদিকদের আসিতে দেওয়া না হইলেও তাহাদের সুযােগ-সুবিধামতাে যে কোনাে স্থানে বসিয়া বাংলাদেশের অবস্থার উপর রিপাের্টিং হইতে পারে। আমাদের প্রেসিডেন্ট বরাবরই সৎ সাংবাদিকতার উপর শ্রদ্ধাশীল ও আস্থাবান এবং নীতিগতভাবে তিনি স্বাধীন সংবাদপত্রের বিশ্বাসী। সুতরাং এই ক্ষেত্রেও দ্বিধা-দ্বন্দ্বের কোনাে অবকাশ থাকিতে পারে না।
অতীত অভিজ্ঞতার প্রতিটি বিন্দুকে কাজে লাগানাের চিন্তা করিতে হইবে। সত্য বটে, অনেক সময় অনেক নাজুক অবস্থা বিরাজ করে। তখন মনে হইতে পারে কোনােরকম অবাঞ্ছনীয় বা বিরূপ মন্তব্য অবস্থাকে হয়ত আরও নাজুক করিয়া তুলিতে পারে। ইহার সবই সত্য, কিন্তু সৎ সাংবাদিকের কলমের উপর আস্থা রাখাই শ্রেয়। এই ক্ষেত্রে কোনাে দ্বিধা বা সংশয় সাংবাদিকের কলমের স্বাভাবিক গতিকে ব্যাহত করিতে পারে। আনিয়া দিতে পারে সহানুভূতির বদলে বিরূপ প্রতিক্রিয়ার ফলাফল। বিদেশী সাংবাদিকরা বাংলাদেশকে বুদ্ধি ও হৃদয় দিয়া অনুভব করিলে ঐতিহাসিক, রাজনৈতিক ও সামাজিক কার্যকারণের সূত্রে সমুদয় পরিস্থিতিকে যাচাই ও বিচার-বিশ্লেষণ করিলে ইহাতে আমাদের উপকার ছাড়া অপকার হইবে না, এই। বিশ্বাস আমাদের আছে। এই বিশ্বাসও আমাদের আছে যে, বাঙ্গালি জাতি সব পর্যায়ে নিজেদের ভাগ্যোন্নয়নের একটা সুযােগ লাভ করিয়াছে। জাতিকে এখন সংহতি ও একতার দিকে পরিচালিত করিতে হইবে। স্মরণ রাখিতে হইবে এই রূঢ় বাস্তবতা যে, জাতিকে সুপরিকল্পিতভাবে টুকরা টুকরা করার চেষ্টা চলিতেছিল। নব পর্যায়ে দূর করিতে হইবে এই অনৈক্য ও বিশৃংখলা। অবিশ্বাসের দৃষ্টিকে পরিহার করিয়া সাড়ে সাত কোটি মানুষের প্রাণের সুরকে ঐক্যবদ্ধ করিতে হইবে। দেশের মানুষের মতাে স্বস্তি ও শান্তির ভাব ফিরাইয়া আনার যে সূচনা করা হইয়াছে, উহা সফল ও স্থায়ী হউক, এই প্রত্যাশাই করিতেছি।
সূত্রঃ ফ্যাক্টস্ এন্ড ডকুমেন্টস্ বঙ্গবন্ধু হত্যাকান্ড অধ্যাপক আবু সাইয়িদ