You dont have javascript enabled! Please enable it! মার্কিন সিনেটে তথ্য প্রকাশ বাংলাদেশের পাঁচজন সাংবাদিক সি. আই.এর এজেন্ট - সংগ্রামের নোটবুক
মার্কিন সিনেটে তথ্য প্রকাশ বাংলাদেশের পাঁচজন সাংবাদিক সি. আই.এর এজেন্ট
 
আজকাল বাংলাদেশে বিদেশী এজেন্ট, বিদেশী অনুপ্রেরণা প্রভৃতি বিষয়ে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। কারা এই বিদেশী এজেন্ট? কারা বিদেশী অনুপ্রেরণা ও অর্থ পেয়ে স্বদেশের স্বার্থবিরােধী কাজে লিপ্ত আছে? সম্প্রতি (১৯৭৮ সালে প্রকাশিত সংবাদ ও প্রচারপত্রে এটা বলা হয়েছিল-লেখক) বিদেশী এজেন্টদের একটি তালিকা পাওয়া গেছে। এই তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের এজেন্টদের সাথে বাংলাদেশের ৫ জন এজেন্টের নাম রয়েছে। এরা হলেন বাংলাদেশ টাইমস ও সাপ্তাহিক হলিডে-র প্রাক্তন সম্পাদক এবং সদ্য পদত্যাগকারী মন্ত্রী জনাব এনায়েত উল্লাহ খান, দৈনিক ইত্তেফাকের সম্পাদক মণ্ডলীর সভাপতি ব্যারিস্টর মইনুল হােসেন ও সম্পাদক জনাব আনােয়ার হােসেন মঞ্জু, সরকারি সংবাদ সংস্থা বাসস-র প্রাক্তন জেনারেল ম্যানেজার জনাব আমানউল্লাহ এবং দৈনিক বাংলা ও দৈনিক বার্তার প্রাক্তন সম্পাদক জনাব নূরুল ইসলাম পাটোয়ারী। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সিলেক্ট কমিটি ৮৪টি দেশের সংবাদপত্র, পত্রিকা, বেতার, টেলিভিশন প্রভৃতি প্রচার মাধ্যমে সি. আই. এর নিয়মিত বেতনভােগী ৮৮৭ জন এজেন্টের একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় বাংলাদেশের উপরােক্ত ৫ জন সাংবাদিকের নাম রয়েছে। মার্কিন গােয়েন্দা সংস্থা সি. আই. এর ঘৃণ্য কীর্তিকলাপ আজ আর কারাে অজানা নয়।
মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থে বিভিন্ন দেশের অভ্যন্তরে চক্রান্ত চালানাে, রাজনৈতিক গােলযােগ সৃষ্টি, সামরিক অভ্যুত্থান ঘটানাে, নির্বাচিত গণতান্ত্রিক ও দেশপ্রেমিক সরকারগুলােকে উৎখাত এবং স্বাধীনতা ও মুক্তি আন্দোলনের জনপ্রিয় নেতাদের হত্যা, এ সবই সি. আই. এর কীর্তি। কঙ্গোর স্বাধীনতা আন্দোলনের মহান নেতা প্যাট্রিস লুমুম্মা, চিলির প্রগতিশীল জনপ্রিয় প্রেসিডেন্ট সালভাদোর আলেন্দে প্রমুখ বিশ্ববরেণ্য নেতাদের হত্যার পেছনে ছিল সি. আই. এ। আলেন্দেকে হত্যার কথাতাে সি, আই, এ স্বীকার করছে।
সি. আই. এর ঘৃণ্য কীর্তিকলাপের কিছু কিছু ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় খােদ মার্কিন জনগণও এই সংস্থা সম্পর্কে প্রশ্ন তুলছেন। তাই মার্কিন সরকার সি, আই, এর কার্যকলাপ সম্পর্কে কিছু কিছু তথ্য প্রকাশ করতে বাধ্য হচ্ছেন। অনুরূপ একটি তথ্যই হলাে সিলেক্ট কমিটি প্রকাশিত উপরােক্ত তালিকা। সিলেক্ট কমিটির ঐ রিপাের্টে বলা হয়েছে যে সংবাদ প্রতিষ্ঠানের সাথে যুক্ত এই এজেন্টরা সি, আই, এ-কে খবর সরবরাহ করে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে সুকৌশল প্রচারণা দ্বারা নিজ নিজ দেশের জনমতকে প্রভাবিত করে এবং সংবাদপত্র বেতার, টেলিভিশন ও পুস্তক প্রকাশনা প্রভৃতি সংস্থায় সি. আই. এর অনুপ্রেবেশের সুযােগ করে দেয়। পাকিস্তান আমলেও বহু চক্রান্ত, প্রাসাদ ষড়যন্ত্র, সামরিক অভ্যুত্থানে সি, আই, এ সক্রিয় ছিল।
মার্কিন সাম্রাজ্যবাদ ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঘােরতর বিরােধিতা করে। স্বাধীনতার পর মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশে সি, আই. এর চক্রান্তের জাল আরাে বিস্তার করেছে। এ দেশে সি. আই. এ এজেন্টদের মধ্যে মাত্র ৫ জন সাংবাদিকের নাম প্রকাশিত হয়েছে। এদের মধ্যে কেউ গণতন্ত্র’ ও মানবাধিকারের প্রবক্তা, আবার কেউবা পিকিংপন্থী বামপন্থী বিপ্লবের’ মুখােশ পরে রয়েছে। বাংলাদেশে সরকার কি এই ৫ জন এজেন্ট সম্পর্কে অবহিত নন? সরকার যখন বিদেশের টাকা বিদেশের অনুপ্রেরণা” সম্পর্কে প্রতিদিন লম্বা চওড়া বক্তৃতা দিচ্ছেন তখন এদের বিরুদ্ধে কোনাে ব্যবস্থা নিচ্ছেন না কেন? সরকার অবিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সিলেক্ট কমিটির ঐ রিপাের্ট জনগণের জ্ঞাতার্থে এ দেশে প্রকাশ করুন। দেশবাসী এই এজেন্টদের চিনে রাখুন এবং এদের দেশের স্বার্থবিরােধী চক্রান্তমূলক কার্যকলাপ সম্পর্কে সদা সজাগ থাকুন।১

সূত্রঃ ফ্যাক্টস্ এন্ড ডকুমেন্টস্  বঙ্গবন্ধু হত্যাকান্ড  অধ্যাপক আবু সাইয়িদ