২২ এপ্রিল ১৯৭১ঃ পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশন
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনারকে তাদের কার্যালয়ে তলব করার পর সেখানে হাই কমিশনার বিকে আচারিয়া তাদের আসস্থ করে বলেন কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনকে তারা কোন কূটনীতিক মর্যাদা দিবেনা। পাকিস্তানের কলকাতা মিশন অননুমোদিত লোকদের দখল বিষয়ে হাই কমিশনারকে টানা চারদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়। তিনি তদের বলেন কলকাতা মিশন খালি করে তাদের বুঝিয়ে দেয়া হবে। পাকিস্তান অবিলম্বে নতুন দায়িত্বপ্রাপ্ত হাই কমিশনার মেহেদী মাসুদকে দায়িত্বভার গ্রহনের যাবতীয় সুযোগ সুবিধা দানের জন্য ভারত সরকারের প্রতি আহবান জানান। পাকিস্তান বলেছে এসকল অগ্রগতির খবরের জন্য তারা দিল্লিস্থ তাদের হাই কমিশনারের জবাবের অপেক্ষায় আছেন।