২২ এপ্রিল ১৯৭১ঃ শান্তি কমিটির আহ্বায়কের বিবৃতি
শান্তি কমিটির আহবায়ক খাজা খয়ের এক বিবৃতিতে রাষ্ট্র বিরোধী লোকদের ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিরোধ এবং সশস্র বাহিনীর লোকদের সব রকম সাহায্য সহযোগিতা করার জন্য জনগনের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন পূর্ব পাকিস্তানের সকল রাষ্ট্র বিরোধী লোকেরা সম্পূর্ণ হতাশ হয়ে পড়েছে এবং বর্তমানে পোড়ামাটি নীতি গ্রহন করে শান্তি প্রিয় নাগরিকদের হয়রানী ও যোগাযোগ বেবস্থা ধ্বংস করা শুরু করেছে। জনগনের জান মাল রক্ষায় এখন সেনাবাহিনী এগিয়ে আসছে। সেনাবাহিনী এখন যেদিকে যান দেশপ্রেমিক জনগন যেন পতাকা হাতে তাদের সাথে সাক্ষাৎ করে ও তাদের সাথে সহযোগিতা করার জন্য কমিটি করেন। তিনি বলেন পূর্ব পাকিস্তানের দেশপ্রেমিক নাগরিকরা ভারতীয় প্রচার মাধ্যমের মিথ্যা অপপ্রচার এবং রাষ্ট্র বিরোধীদের গুজবের মধ্যেও সঠিক পথ অবলম্বন করবেন। বিচ্ছিন্নতার হাত থেকে দেশকে রক্ষা করে সশস্র বাহিনী যে আদর্শ স্থাপন করতে সমর্থ হয়েছেন সে জন্য কেন্দ্রীয় শান্তি কমিটি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।