You dont have javascript enabled! Please enable it! 1971.04.21 | প্রতিরোধ যুদ্ধ যশোর | লেঃ হাফিজের ২০ জনের একটি দল নাভারনে পাক অবস্থানের উপর ভোরের দিকে স্টেনগান, গ্রেনেড, এলএমজি, মর্টার নিয়ে হামলা করে - সংগ্রামের নোটবুক

২১ এপ্রিল ১৯৭১ঃ প্রতিরোধ যুদ্ধ যশোর

লেঃ হাফিজের ২০ জনের একটি দল নাভারনে পাক অবস্থানের উপর ভোরের দিকে স্টেনগান, গ্রেনেড, এলএমজি, মর্টার নিয়ে হামলা করে। সেখানে কয়েকজন হতাহত হয়। লেঃ হাফিজের বাহিনীর ৪ জন আহত হয়। এ অপারেশনে একজন ভারতীয় স্টেটমেনস পত্রিকার সাংবাদিক সাথে ছিলেন তবে তিনি একেবারেই আক্রমন স্থলে যাননি মাইল খানেক আগ পর্যন্ত ছিলেন। পরে এ নিউজ স্টেটমেনস পত্রিকায় প্রকাশ হয়েছিল এবং তার কপি সে সাংবাদিক লেঃ হাফিজকেও দিয়েছিলেন। ১৮ বিএসএফ অধিনায়ক পরদিন হাফিজকে জানান তার সিগন্যাল ম্যান পাকবাহিনীর সিগন্যাল ধরতে পেরেছেন। এতে হতাহতের বিবরন জানা গেছে।