You dont have javascript enabled! Please enable it! 1971.04.21 | মফিজ উদ্দিন আহমেদ এর বিবৃতি - সংগ্রামের নোটবুক

২১ এপ্রিল ১৯৭১ঃ মফিজ উদ্দিন আহমেদ এর বিবৃতি

কাইউম মুসলিম লীগের সহ সভাপতি ও সাবেক প্রাদেশিক শিক্ষামন্ত্রী মফিজ উদ্দিন আহমেদ (মার্চ এপ্রিল বাদে সভাপতি সবুর খান) এক বিবৃতিতে বলেছেন ১৯৪৭ সালের মধ্য আগস্টে হিন্দুস্থানের আস্তিনে কি লুকানো ছিল তা সুস্পষ্ট হয়ে গেছে। তারা সে সময় পাকিস্তান মেনে নেয়নি তার প্রমান হল পাকিস্তানকে ধ্বংস করার উদ্দেশে তার ঘৃণ্য ষড়যন্ত্রের নগ্ন প্রকাশ। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তা ৪ এপ্রিল স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন ভোটাররা দেশকে ভাঙ্গার জন্য ভোট দেয়নি তারা ভোট দিয়েছে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। তিনি ভারতকে স্মরন করিয়ে দিয়ে বলেন এদেশের জনগন ভারতের ফাদে পা দিবে না। ভারতের হামলার বিরুদ্ধে দেশ প্রেমিক পাকিস্তানীরা পাকিস্তানের প্রতি ইঞ্চি জমি নিজের জীবন দিয়ে রক্ষা করবে।
নোটঃ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজাকার। তার নামে একটি ফুটবল টুর্নামেন্ট চালু আছে। তার নামে প্রতিষ্ঠিত এতিম খানায় সরকারীভাবে সাহায্য যায়। তার নামে বালিকা বিদ্যালয় আছে। এমনকি নবনির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে তার কবরও নাকি জিয়ারত করে। মুক্তিযোদ্ধারাও নাকি সেখানে তাকে অনেক শ্রদ্ধা করে থাকে।  কুমিল্লায় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠক যেমন বেশী ছিল তেমনি দালাল শীর্ষ নেতাদের মধ্যে সাবেক কুমিল্লার অবস্থান ছিল প্রথম। প্রায় ২০%।