You dont have javascript enabled! Please enable it! 1971.06.05 | বাঙলাদেশে শরণার্থী ফিরে যাবার অনুকূল পরিস্থিতি গড়তে হবে- যুগােশ্লোভ দাবি | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশে শরণার্থী ফিরে যাবার অনুকূল পরিস্থিতি গড়তে হবে
যুগােশ্লোভ দাবি

বেলগ্রেড, ৪ জন (ইউএনআই)- যুগােশ্লাভ পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র শ্রীড ভূজিকা আজ এই আশা প্রকাশ করেছেন যে, পূর্ববঙ্গ থেকে আর যাতে শরণার্থী ভারতে না আসে এবং যারা এসেছে তারা অতি যথাসম্ভব শীঘ্ন দেশে ফিরে যায় সেজন্য উপযােগী পরিস্থিতি গড়ে তােলার জন্য সাধ্যায়ত্ত প্রয়াস করা দরকার।
তিনি আরও জানিয়েছেন যে, তাদের সরকার ক্রমবর্ধিত সংখ্যায় ভারতে শরণার্থীর স্রোত আসছে দেখে উদ্বিগ্ন?
তিনি আজও জানিয়েছেন যে, যুগোেশ্লাভ দাতব্য সংস্থাগুলি ইতিমধ্যেই আন্তর্জাতিক রেডক্রসের আহ্বানে সারা দিয়েছে এবং সাহায্য পাঠাবার প্রথম জাহাজটিতে মাল তােলা হচ্ছে।

সূত্র: কালান্তর ৫.৬.১৯৭১