You dont have javascript enabled! Please enable it!

১৯ এপ্রিল ১৯৭১ঃ শান্তি কমিটি অফিস ২৪ ঘণ্টা খোলা থাকবে।

কেন্দ্রীয় শান্তি কমিটি ঢাকায় মহল্লা ও ইউনিয়ন পর্যায়ে শান্তি কমিটি গঠনের লক্ষে কমিটির আহ্বায়ক নিয়োগ করেছে। ইতিমধ্যে কোন কোন এলাকায় কমিটি গঠন হয়ে গেছে। সংশ্লিষ্ট সকলকে ৫ মগবাজারের এলিফেন্ট রোডের অফিসে হালনাগাদ তথ্য দেয়ার জন্য অনুরোধ করেছে। জনসাধারনের সুবিধার্থে অফিস ২৪ ঘণ্টা খোলা রাখা হয়েছে। সকল কাজ মনিটরিং করার জন্য দপ্তর সম্পাদক এডভোকেট নুরুল হক মজুমদার কাজ করে যাচ্ছেন। এর মধ্যে কেন্দ্রীয় কমিটি কিছু লিয়াজো অফিসার নিয়োগ দিয়েছেন তারা হলেন লালবাগ থানা ১) নাজির হোসেন, জগন্নাথ সাহা রোড ২) হাবিবুল হক ধানমণ্ডি ৩) এডভোকেট নোয়াব আলী সেন্ট্রাল রোড।  সুত্রাপুর থানা ১) সেরাজ উদ্দিন সাবেক এমপিএ হৃষীকেশ দাস রোড ২) মাহতাব উদ্দিন খান আরকে মিশন রোড ৩) তমিজ উদ্দিন জরিয়াতলি লেন ৪) আব্দুর রশিদ হাটখোলা।
তেজগাও থানা ১) ইকবাল ইদ্রিস ইন্দিরা রোড ২) মাহবুবুর রহমান ফোন ——-৩) এমএসএম হাবিবুল হক ধানমণ্ডি ৩) নোয়াব আলী হেডমাস্টার আইপিএইচ স্কুল মহাখালী।
মিরপুর থানা ১) লাইক আহমেদ সিদ্দিকি ১ নং কলোনি।
মোহাম্মদপুর থানা ১) এম এ বাকের মোহাম্মদপুর কলোনি ২) ডাঃ ওসমান ১ নং ব্লক ৩) এডভোকেট শফিকুর রহমান ঝিগাতলা ৪) সৈয়দ মোহাম্মদ ফারুক কায়েদে আজম রোড ৫) আব্দুর রহিম চৌধুরী ধানমণ্ডি।
রমনা থানা ১) এডভোকেট আতাউল হক খান মগবাজার ২) জিএ খান দিলু রোড ৩) অধ্যাপক হাসেম ——-৪) এডভোকেট জুলমত আলী খান পুরানা পল্টন ৫) ডাঃ আইউব আলী, চৌধুরীপাড়া খিলগাঁও ৬) এডভোকেট অদুদ মিয়া শান্তি নগর।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!