১৮ এপ্রিল ১৯৭১ঃ যুক্তরাজ্যে বাংলাদেশ আন্দোলন
সানডে টেলিগ্রাফে বিচারপতি চৌধুরীর সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তিনি সেনাবাহিনীর বিগত দিনের হত্যাকাণ্ডের বিবরন তুলে ধরেন। পূর্ব লন্ডনে ৫০০ প্রবাসী বাঙ্গালী শ্রমিক বিক্ষোভ মিছিল করে। বিকেলে পাঁচ হাজারের বেশী বাঙালি লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে এক জনসভায় যোগ দেয়। বাংলাদেশ ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতি তজাম্মেল হক টনি বক্তৃতা করেন। জনসভা শেষে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার জন্য আবেদনপত্র তারা ১০ ডাউনিং স্ট্রিটে বৃটিশ প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন। তাঁরা গণহত্যা বন্ধ করা এবং পশ্চিশ পাকিস্তানের উপর যথাযথ চাপ প্রয়োগের জন্য বৃটিশ সরকারের প্রতি আহ্বান জানান। লেবার দলীয় এমপি ব্রুশ ডগলাসমেন এর নেতৃত্ব এ জাস্টিস ফর ইস্ট বেঙ্গল নামে সংগঠন আত্মপ্রকাশ করে। এর পর তিনি ভারত যাওয়ার জন্য প্রস্তুতি নেন।