১৭ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ – মেহেরপুর
কুষ্টিয়া চুয়াডাঙ্গা দখলের পর পাকবাহিনী বিনা বাধায় মেহেরপুর দখল করে নেয়। ইপিআর ইস্টবেঙ্গল মুক্তিযোদ্ধারা দলে দলে মেহেরপুর সীমান্তে বেতাই- ইছাখালি জড়ো হওয়া শুরু করে। মুক্তিযোদ্ধাদের বেতাই ক্যাম্প এর কাছে জড়ো করা হয় আর শপথের স্থান হল হৃদয়পুর বিওপি সংলগ্ন। মেজর ওসমান সপরিবারেই ছিলেন ইছাখালি। বেনাপোল থেকে এদিন মেঘ সিং লেঃ হাফিজকে নিয়ে হৃদয়পুর (মুজিবনগর শপথ এলাকার বিপরীতে)আসেন। হাফিজ প্রবাসী সরকার সম্পর্কে জানতেন না। এখানেই তাকে প্রবাসী সরকার সম্পর্কে জানানো হয়। প্রস্তুতির জন্য মেজর ওসমান ব্যস্ত তাই যুদ্ধের চিন্তা আপাতত স্থগিত। শপথের আনুষ্ঠানিকতার প্রায় সব কাজ গুলি বিএসএফ করছে।