১৭ এপ্রিল ১৯৭১ঃ অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের শপথোত্তর ভাষণ
দেশী-বিদেশী সাংবাদিক, বিদেশী পর্যবেক্ষক, মুক্তিযোদ্ধা ও জনতার উদ্দেশে প্রদত্ত ভাষণে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, আজ মুজিবনগরে একটি নতুন জাতি জন্ম নিল। এর পর পরই তিনি স্বাধীনতার প্রেক্ষাপট ও সরকার গঠনের যৌক্তিকতা তুলে ধরেন। এ যুদ্ধে আজ না জিতি কাল জিতব, কাল না জিতি পরশু জিতবোই। আমরা বিশ্বের সব রাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান চাই। পরস্পরের ভাই হিসেবে বসবাস করতে চাই। মানবতা, গণতন্ত্র ও স্বাধীনতার জয় চাই।