১৭ এপ্রিল ১৯৭১ঃ শপথোত্তর প্রধানমন্ত্রী তাজ উদ্দিনের ভাষণ
প্রধানমন্ত্রী তাজউদ্দিন মুজিবনগরে প্রদত্ত এক দীর্ঘ বক্তৃতায় বলেন,বাংলাদেশে আজ যে ব্যাপক গণহত্যা চলছে পাকিস্তান সরকার তার সত্যতা গোপন ও বিকৃত করার জন্যে ওঠে পড়ে লেগেছে। বাংলাদেশ আজ যুদ্ধে লিপ্ত। পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিক নির্যাতনের বিরুদ্ধে এই যুদ্ধ। এ সংগ্রাম আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রাম, জীবন-মৃত্যুও সংগ্রাম। এছাড়া আমাদের আর কোন উপায় ছিল না। তিনি ১৯৭০ সনের নির্বাচন থেকে ২৫-২৬ মার্চ রাত পর্যন্ত ঘটনাবলীর সংক্ষিপ্ত সার তার বক্তৃতায় তুলে ধরে স্বাধীনতা ঘোষণা এবং বাংলাদেশ সরকার গঠনের যৌক্তিকতা তুলে ধরেন। শপথ ও ভাষণ শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তার বক্তৃতার সাইক্লস্টাইল কপি বিতরন করা হয়।