You dont have javascript enabled! Please enable it!
সিন্ধিয়া ঘাট অপারেশন

উজানি অপারেশনের কয়েক দিন পর সিন্ধিয়া ঘাট এলাকায় আমাদের সহযােগী লােকজনের সাথে পরামর্শ করে উক্ত অঞ্চলের পাকসেনা সহযােগী সিন্ধিয়া ঘাট পুলিশ ফাড়ি ও পাকসেনা সহযােগী দারােগাকে খতম করার জন্য আজিজ মােল্লা মুক্তি যােদ্ধাদের নিয়ে যান। ঐ দিন দুপুর বেলা গােয়ালা বাজার হতে এক পাকদালাল ছহিরদ্দিন মাতুব্বরকে গ্রেপ্তার করেন এবং পরে মাঠের মধ্যে এনে গুলি করে শেষ করেন। সন্ধ্যার সময় তিনি দলবল নিয়ে সিন্ধিয়া ঘাট পুলিশ ফাড়ি ও নদীর মধ্যে অবস্থিত জলপুলিশ নৌকো আক্রমণ করার জন্য যান। ঐ নৌকোয় তােপু মিয়া ও নওয়াব আলী রাতে থাকত। রাত প্রায় এগারােটা বাজে। আজিজ মােল্লা সিন্ধিয়া ঘাটে গিয়ে মুক্তিযােদ্ধাদের কয়েক দলে বিভক্ত করে নির্ধারিত বিভিন্ন জায়গায় সবাইকে আক্রমণ পজিশনে বসান এবং নিজে মাইনারকান্দির একটি ছেলেকে সঙ্গে নিয়ে সব আক্রমণ লাইন ঘুরে ঘুরে দেখতে থাকেন। এমন সময় হঠাৎ একটি ছেলেকে দারােগা অতর্কিত জাপটে ধরে। মঞ্জু ছিল বেশ সাহসী এবং শক্তিশালী যুবক। সে কৌশলে রাইফেলের নাল দারােগার বুক লক্ষ করে ফায়ার দেয়। সঙ্গে সঙ্গে ওখানে অন্যান্য মুক্তি যােদ্ধারাও ফায়ার শুরু করে। ফলে দারােগাসহ তার বাসার কয়েকজন নিহত হয়। এই ঘটনা যখন ঘটে, ঠিক তখনই আজিজ মােল্লা তার সঙ্গের ছেলেটিকে নিয়ে একটি আক্রমণ লাইনের দিকে যাচ্ছিলেন। তাঁর হতে একটি টর্চলাইট ছিল। সম্মুখ মুক্তিযােদ্ধারা পেট্রোল পুলিশ ফাঁড়ির নিকট ফায়ার হয়। তখন তারা টর্চ লাইটের আলাের দিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।

আজিজ মােল্লার পায়ের উরুতে গুলি লাগলে তিনি শুয়ে পড়েন। সঙ্গের ছেলেটির বুকে গুলি লেগে ওখানেই মৃত্যু বরণ করে (ইন্না লিল্লাহে ….রাজেউন)। আজিজ মােল্লার উরুতে গুলি লাগতেই তিনি। শুয়ে অন্যান্য সবাইকে ডাক দেন। তার গলার স্বর শুনে সবাই চিনতে পারে। তারা তখন ফায়ার বন্ধ করে দৌড়ে এসে তাকে ধরে নৌকোয় ওঠান। হঠাৎ এই দুর্ঘটনা ঘটায় সবাই মাহত হয়ে পড়ে। ফলে ঐদিন অপারেশন বন্ধ রেখে চান্দহাট ক্যাম্পে ফেরার জন্য রওয়ানা হয়।  সিন্দিয়া ঘাট অপারেশন ঐদিন সম্পন্ন হলে জলবােটে অবস্থানরত তপু মিয়াসহ কয়েজন পাকসেনা সহযােগী হয়ত খতম হত। জল পুলিশেবােট আক্রমণ করলে দালালরা নদী সাঁতরিয়ে যাতে অপর পাড় দিয়ে পালিয়ে যেতে না পারে সেজন্য নদীর অপর পাড়ে লাঠিসহ কিছু লােক মােতায়েন ছিল। সুতরাং কেউ পালাতে পারত না। এই অপারেশনে আজিজ মােল্লার পায়ে গুলি লাগার সংবাদে পাকমিলিটারের মধ্যে গুজব রটেছিল যে, সিন্ধিয়া ঘাট আক্রমণ করার সময় কয়েকজন মুক্তিযােদ্ধাসহ আজিজ মােল্লা মারা গেছেন। (সূত্রঃ মুক্তিযুদ্ধে বৃহত্তর ফরিদপুর, মােঃ সােলায়মান আলী।)

সূত্রঃ মুক্তিযুদ্ধের দু’শো রণাঙ্গন – মেজর রফিকুল ইসলাম পিএসসি সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!