You dont have javascript enabled! Please enable it! 1974.04.02 | দৈনিক পূর্বদেশ দালালীর দায়ে বরিশালে ১৪ জনের মৃত্যুদণ্ড - সংগ্রামের নোটবুক
২-৪-৭৪ দৈনিক পূর্বদেশ দালালীর দায়ে বরিশালে ১৪ জনের মৃত্যুদণ্ড
বরিশাল জেলার সেশন জজ জনাব আর, কে, বিশ্বাস মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনীর সাথে সহযােগিতা ও হত্যার অভিযােগে আব্দুল মালেক বেগসহ আরাে ১৪ ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। আদালতের কার্যবিধিতে বলা হয়েছে ১৯৭১ সালের ২২শে আগস্ট মুক্তিযুদ্ধ চলাকালে অভিযুক্তরা মেহেদীগঞ্জ থানার ভাষানচর ইউনিয়নের আওয়ামী লীগের তৎকালীন কোষাধ্যক্ষ জনাব আব্দুল বারী মােল্লার দোকানে চড়াও হয়। তারা আব্দুল বারী মােল্লাকে হত্যা করে ও দোকান লুট করে ।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম