You dont have javascript enabled! Please enable it!
৫-১২-৭৩ দৈনিক ইত্তেফাক দুইজন আল বদরের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকার তৃতীয় স্পেশাল ট্রাইব্যুনাল জজ জনাব এস, এম, মাহমুদ গত শনিবার হত্যার উদ্দেশ্যে অপহরণ করার দায়ে আল বদর মকবুল হােসেন, আয়ুব আলী ও আতিয়ার রহমানকে দোষী সাব্যস্ত করিয়া যাবজ্জীবন করাদণ্ড প্রদান করেন। আসামী আতিয়ার রহমান পলাতক বিধায় তাহার গ্রেফতারের দিন হইতে রায় কার্যকরী হইবে । অভিযােগের বিবরণে প্রকাশ স্বাধীনতা সংগ্রামের শেষ পর্যায়ে ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর সকাল ৮-৩০ মিনিট পাঁচজন আলবদর ষ্টেনগান রিভালবার ও অন্যান্য অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া বাদী কাজী মােস্তাফিজুর রহমানের আজিমপুৰস্ত বাসভবন হইতে তাহার কনিষ্ট ভ্রাতা মশিউর রহমান ও মন্টু কে ধরিয়া লইয়া যায়। ১৬ ডিসেম্বর মশিউর রহমান আল বদরের হাত থেকে পালাইয়া বাসায় ফিরিয়া আসেন। মশিউর রহমানের। বক্তব্যে প্রকাশ আলবদর তাহাদিগকে মােহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে নিয়া হাত পা চক্ষু বাঁধিয়া অমানুষিক অত্যাচার করে। ঐ দিন রাত্রে তাহাদিগকে অন্য লােকদের সহিত রায়ের বাজারের বধ্য ভূমিতে প্রাণে মারার উদ্দেশ্যে নিয়ে যায়। তিনি হোঁচট খাইয়া একটা ডােবায় পড়িয়া যান এবং অন্ধকারে কোন প্রকারে পালাইয়া আসে। দেশ স্বাধীনতার পর মন্টুর মৃতদেহ রায়ের বাজার বধ্যভূমি হইতে উদ্ধার করা হয়। ১৯৭১ সালের ৩১শে ডিসেম্বর বাদী মােস্তাফিজুর রহমান ঢাকা হইতে লঞ্চ যােগে মুন্সিগঞ্জ যাইবার সময় আসামী মকবুল হােসেন ও আবুল আলীকে উক্ত লঞ্চে দেখিতে পাইয়া পুলিশে খবর দিলে পুলিশ তাহাদিগকে গ্রেফতার করে।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!