You dont have javascript enabled! Please enable it!
২৪-১০-৭৩ দৈনিক আজাদ দিনাজপুরে দালাল আইনে ৩ ব্যক্তির সশ্রম কারাদণ্ড
সম্প্রতি দিনাজপুরের ১নং স্পেশাল ট্রাইব্যুনালের মাননীয় জজ জনাব এম. এ. আহাদ ৩ জন রাজাকারকে দালালী আইনে শাস্তি প্রদান করেন। তার মধ্যে ১জনকে ১৪ বছর ও অপর ২ জনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করিয়াছেন বলিয়া সংবাদ পাওয়া গেছে। প্রকাশ বীরগঞ্জ থানার পচুয়া আলী, জাবেদ আলী ও ইয়াকুব আলী। দখলদার পাকিস্তানী বাহিনীর অধীনে রাজাকার হিসাবে মুক্তিযুদ্ধে দখলদার বাহিনীকে সক্রিয় সহযােগিতা করে। বাদী আমির উদ্দিন ওরফে বারুয়াকে মুক্তিবাহিনীর সহযােগী। সন্দেহে হত্যা করার চেষ্টা করা হয়। পরে তাকে না পেয়ে তার ভাইকে অপহরণের চেষ্টা করা হয়। অতঃপর মােজাহার নামক তথাকথিত শান্তি কমিটির জনৈক সদস্যের মাধ্যমে তার পিতার কাছ থেকে ৮শ টাকা নিয়ে তাদের মুক্তি দেওয়া হয়। প্রকাশ সরকার পক্ষে সর্বমােট ১১জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সরকার পক্ষের সাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তি প্রমাণ শ্রবন করে মাননীয় জজ আসামীদের দোষী সাব্যস্ত করেন এবং পত্যেককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩শত টাকা জরিমানা অনাদায়ে আরাে ১মাস করে কারাদণ্ডের হুকুম দেন। মাননীয় ট্রাইব্যুনাল পচুয়া আলীকে, দোষী সাব্যস্ত করে আরাে দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং মােজাহারের বিরুদ্ধে অভিযােগ প্রমাণিত না হওয়ায় তাকে অভিযােগ থেকে অব্যাহতি দেন। মাননীয় ট্রাইব্যুনাল আরাে হুকুম দেন যে পচুয়া আলীর উভয় শাস্তি একই সঙ্গে চলতে থাকবে। সরকার পক্ষের মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি, জনাব এ. আর. মােস্তাজী। এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড, জনাব আশরাফুল হক চৌধুরী ও এড. জনাব আজিজুল ইসলাম।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!