১৭-১০-৭৩ দৈনিক সংবাদ রাজাকারের যাবজ্জীবন কারাদণ্ড (গণি মিয়া এবং রহমান আলী)
কুমিল্লা, ১৫ অক্টোবর কুমিল্লা জেলার ২নং বিশেষ আদালত মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর সাথে সহযােগিতা করার অভিযােগে দুইজন রাজাকারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। খবরে প্রকাশ রহমান আলী এবং গণি মিয়া নামে দুইজন রাজাকার মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর সাথে প্রত্যক্ষভাবে সহযােগিতা করে হত্যা লুণ্ঠন প্রভৃতি কুকর্মে লিপ্ত হয়।
সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম