You dont have javascript enabled! Please enable it!
৩০-৯-৭৩ দৈনিক সংবাদ দালালের যাবজ্জীবন কারাদণ্ড
সম্প্রতি খুলনার স্পেশাল ট্রাইব্যুনাল দালালীর অভিযােগে অভিযুক্ত মােঃ রিয়াজকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ড বিধির ১০৯, ৩০২, ৩৬৪ ধারা ও রাষ্ট্র প্রধানের ৮নং আদেশের ১১ (ক) উপধারায় আদালতে মামলা দায়ের করা হয়েছিল। বর্বর পাকবাহিনীর সহায়তায় আসামী মােঃ রিয়াজ খুলনার ৪নং ঘাটের সােবান মিয়ার হােটেল থেকে জনৈক জামাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে জোর করে ধরে নিয়ে যায় । কিন্তু জামাল উদ্দিনকে হত্যা সম্পর্কীয় বিষয়ে উপযুক্ত সাক্ষ্য। প্রমাণ না পাওয়ায় আসামী মােঃ রিয়াজকে শুধু বাংলাদেশ দণ্ড বিধির ৩৬৪ ও রাষ্ট্র প্রধানের ৮নং আদেশের ১১ (ক) ধারা মােতাবেক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বহাল রাখা হয়। এ মামলায় এড. মুনসুর আলী আসামী পক্ষে ও সরকার পক্ষে ছিলেন এড. কাজী শফিকুল্লাহ।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম