২২-৯-৭৩ দৈনিক আজাদ দালালীর অভিযােগে ৩ বছরের সশ্রম কারাদণ্ড
সম্প্রতি ময়মনসিংহের সহকারী দায়রা জজ জনাব মুনিউর রহমান ৫নং স্পেশাল ট্রাইব্যুনালের জজ হিসাবে দালালী এবং গত স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর সঙ্গে সহযােগিতা করার অভিযােগে প্রফেসর আবদুস সালামকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরাে ৩ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। কোর্টের উদ্ধৃতিতে জানা যায় যে প্রফেসর আবদুস সালাম পাক হানাদার বাহিনীর সঙ্গে মিলিত হয়ে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে দালাল রূপে প্রমাণিত করেছেন। কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ প্রদান করেন।
সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম