১৮-৯-৭৩ দৈনিক পূর্বদেশ খুলনার ২ জন রাজাকারের যাবজ্জীবন কারাদণ্ড
১৬ই সেপ্টেম্বর। গত শনিবার খুলনায় বিশেষ ট্রাইব্যুনাল তেরােখাদা থানাধীন অবপাঙ্গ কাছির গ্রামের রাজাকার হেমায়েত মােল্লা এবং শামছু মােল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এদের বিরুদ্ধে আনীত অভিযােগে বলা হয়, হানাদার আমলে উপরােক্ত রাজাকারদ্বয় অন্যান্যদের নিয়ে ফাজিল মােল্লার বাড়ী ঘেরাও করে তাকে হত্যা করে এবং তার বাড়ী লুট করে। ফাজিল মােল্লার ছেলে মুক্তিযুদ্ধে অংশ নেন। এ মামলার অপর তিন আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়। সরকার পক্ষে মােহাম্মদ আলী এবং বিবাদী পক্ষে মনছুর আলী হায়দার এবং সামছুল হক মামলা পরিচালনা করেন।
সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম