You dont have javascript enabled! Please enable it!
১-৯-৭৩ দৈনিক বাংলা বরিশাল দালালির দায়ে একজনের যাবজ্জীবন
বরিশাল ৩০শে আগস্ট (বাসস) স্বাধীনতা যুদ্ধের সময় পাকসেনার সঙ্গে সহযােগিতা। করায় অপরাধে গৌরনদীর আব্দুল সাত্তার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হইয়াছে। বিশেষ আদালত ১-এ তার বিচার হয়। অন্য একটি মামলায় আজাহার আলী ও মােতাহার আলীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা অনাদায়ে আরাে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম