You dont have javascript enabled! Please enable it! 1971.09.01 | ১-৯-৭৩ দৈনিক বাংলা কুখ্যাত রাজাকার কমান্ডার মুন্নার মৃত্যুদণ্ড - সংগ্রামের নোটবুক
১-৯-৭৩ দৈনিক বাংলা কুখ্যাত রাজাকার কমান্ডার মুন্নার মৃত্যুদণ্ড

হত্যার উদ্দেশ্যে একাধিক ব্যক্তিকে অপহরণ, দখলদার বাহিনীর দালালী ও বস্তিবাসী বহু বাঙ্গালী মেয়েকে ধর্ষণ করার দায়ে দোষী সাব্যস্ত করে এককালীন শাহাজাহানপুর কলােনীর ত্রাস সঞ্চারকারী রাজাকার কমান্ডার ও বেসামরিক সশস্ত্র বাহিনীর পাণ্ডা মুন্না ওরফে ইসমাইলকে গতকাল শুক্রবার ঢাকার তৃতীয় স্পেশাল ট্রাইব্যুনালের জজ জনাব এস, এস, মাহমুদ মৃত্যুদণ্ড প্রদান করেন। তার রায়ে উল্লেখ করেন যে, আসামী। মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছে এবং চরম দণ্ডই তার প্রাপ্য। রেলওয়ে। ড্রাইভার জহিরের পুত্র আসামী মুন্নার বিরুদ্ধে অভিযােগে বলা হয় যে আসামী ১৯৭১ সালের ১৯ শে মে হত্যা করার উদেশ্যে কমলাপুরের দরগা রােডের জনৈক মােশারেফ হােসেনকে অপহরণ করে এবং ঐ বছর ৬ই ডিসেম্বর একই এলাকা থেকে বিকেলে অন্যান্য রাজাকার ও পাকসেনার সাথে মিলে কাজী আবুল মােতিন, শহিদুল আলম ভূইয়া নামে জগন্নাথ কলেজের একজন ছাত্র ও রাঙ্গামাটি কলেজের অধ্যাপক শফিকুর রহমান ভূইয়াকে অপহরণ করে। এ ছাড়া আসামী মােঃ মেছের নামক একজনকে গুলি করে হত্যা করে। আসামী যাদের ধরে নিয়ে যায় তারা কেউ পরে ফিরে আসেনি। আসামীর বিরুদ্ধে আরাে অভিযােগে বলা হয় দখলদার আমলে শাহজানপুর কলােনীতে সে এক বিভীষিকার রাজত্ব কায়েম করে এবং নিরপরাধ বস্তিবাসী অনেক বাঙ্গালী মেয়েকে সে বলপূর্বক ধর্ষণ করে এবং পাক সেনাদের ফুর্তির জন্য সরবরাহ করে।

দেশের শত্রুমুক্ত হবার পর আসামী মিরপুর অবাঙ্গালী এলাকায় পালিয়ে যায়। দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহক সম্পাদক জনাব মাহমুদ আসাফুদৌল্লা রেজা থানায় আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন এবং পুলিশ আসামীকে ধরে তার বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। স্পেশাল ট্রাইব্যুনাল বাদী পক্ষের তেরােজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন এর মধ্যে ষষ্ঠ, অষ্টম ও নবম সাক্ষী সূর্যবান, মনােয়ারা খাতুন ও পেয়ারী বিবি আসামীকে সনাক্ত করে বলে যে, আসামী তাদের উপর এবং বস্তির অনেক মেয়ের উপর বলাৎকার করেছে। মাননীয় স্পেশাল জজ তার রায়ে উল্লেখ করেন যে প্রতিটি সাক্ষী আসামীকে সনাক্ত করেছে এবং আসামী যে নির্দোষ এই মর্মে কোন যুক্তি পাওয়া যায়নি। এতে কোন সন্দেহ নেই যে সে অপরাধী দলের দলপতি ছিল। সরকার পক্ষে খন্দকার মাহবুব হােসেন মােঃ আবদুল মােতিন ও আসামী পক্ষে ইসমাইল হােসেন ইউসুফ মামলা পরিচালনা করেন।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম