You dont have javascript enabled! Please enable it!
১২-৭-৭৩ দৈনিক পূর্বদেশ দালালীর দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
রাজশাহী, ১২ জুলাই রাজশাহীর ১নং ট্রাইব্যুনালের বিচারপতি জনাব আবুল আজিম মিয়া রাজশাহী সমবায় সমিতির সাবেক অডিটর শ্রী শান্তি দাস হালদারকে হত্যার অভিপ্রায়ে অপহরণের অভিযােগে জনৈক মুজিবর রহমানকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও ৬ শত টাকা জরিমানা অনাদায়ে আরাে ৬ মাস কারাদণ্ড প্রদান করিয়াছেন। বিচারক গত ৭ই জুলাই তার রায়ে বলেন আসামী যে অপরাধ করেছে তা অতি জঘন্য ও বর্বর ধরনের। তাই আসামী আইনে প্রদত্ত সর্বোচ্চ সাজা পাওয়ার যােগ্য। সংক্ষেপে মামলার বিবরণ হলাে আসামী সাবেক পূর্ব পাকিস্তানের সিভিল আর্মড ফোর্সের অপর তিন জন লােককে সাথে নিয়ে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর রাত প্রায় সাড়ে ৮টার দিকে শ্রী হালদারকে তার পাঠান পাড়া পুজার বাসভবন থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায় এবং ১৯৭১ সালের ১৭ই ডিসেম্বর পদ্মার চর থেকে তার মৃত্যুদেহ উদ্ধার করা হয়।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!