৪ই আগস্ট, নােয়াখালী সম্পতি নােয়াখালী দায়রা জজ বাবু জে. চক্রবর্তী রামগঞ্জ থানার অধীন চণ্ডীপুর গ্রামের আবদুর রশিদ পাইনকে হত্যার দায়ে এবং লুটতরাজ ও দালালের অভিযােগে ঐ থানার রতনপুর গ্রামের কালা মিয়া পাটোয়ারীর পুত্র রফিকুল। ইসলাম পাটোয়ারী নামক জনৈক রাজাকারকে বাংলাদেশ দণ্ডবিধি ৩০২/১০৯ এবং রাষ্ট্রপতির আদেশ ৮নং ধারা মােতাবেক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরাে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। ঘটনার বিবরণে প্রকাশ গত ১৩-৯-৭১ তারিখ বেলা সাড়ে ৩ টায় মৃত আব্দুর রশিদ পাইন। বাজার করার উদ্দেশ্যে রামগঞ্জ থানাধীন সােনাপুর বাজারে গেলে দণ্ডপ্রাপ্ত রাজাকার রফিকুল ইসলাম আরাে ২/৩ জন রাজাকার নিয়া আব্দুর রশিদকে ধরিয়া ভীষণ মারপিট করে। আবদুর রশিদ আত্মরক্ষার জন্য দৌড়াইয়া কুমার হাটার একটি খালি। ঘরে আশ্রয় নিতে গেলে রফিকুল ইসলাম তাহার প্রতি পরপর ৩টি গুলি করে। ফলে আব্দুর রশিদ ঘটনাস্থলে মারা যায়। উল্লেখযােগ্য যে মাননীয় বিচারক তার রায়ে উল্লেখ করেন যে আসামী অপ্রাপ্ত বয়স্ক তাই তাহাকে মৃত্যুদণ্ড না দিয়া যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হইল।
সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম