You dont have javascript enabled! Please enable it! 1973.06.27 | দৈনিক ইত্তেফাক ৩ জন রাজাকার প্লাটুন কমান্ডার দণ্ডিত - সংগ্রামের নোটবুক
২৭-৬-৭৩ দৈনিক ইত্তেফাক ৩ জন রাজাকার প্লাটুন কমান্ডার দণ্ডিত
গত সােমবার ঢাকার ৮নং স্পেশাল ট্রাইব্যুনালের জজ জনাব মােহাম্মদ আজিজুর রহমান ঢাকা জেলার দৌলতপুর থানার ৩জন রাজাকার প্লাটুন কমান্ডারের অনুপস্থিতিতে তাহাদেরকে পাকিস্তান দখলদার বাহিনীর দালাল বলিয়া দোষী সাব্যস্ত করেন এবং তাহাদের প্রত্যেককে তিন বছর করিয়া সশ্রম কারাদণ্ড প্রদান করেন। ট্রাইব্যুনালের রায়ে জজ উল্লেখ করেন যে, আসামীদের গ্রেফতারের দিন হইতে দণ্ডাদেশ কার্যকর হবে। উপরােক্ত তিন জন আসামী হলাে দৌলতপুর থানার অন্তর্গত জিয়নপুর গ্রাম নিবাসী রাজাকার প্লাটুন কমান্ডার সুরত আলী ও আব্দুল হালিম খান এবং তৃতীয় জন উক্ত থানার বাসাইল নিবাসী সিরাজুল ইসলাম চৌধুরী। ঘটনার বিবরণে প্রকাশ আসামীরা মুক্তিযুদ্ধ চলাকালীন রাজাকার প্লাটুন কমান্ডার হিসাবে দৌলতপুর থানার রাজাকারদের মধ্যে রেশন ও বেতন বিতরন করত। তাহারা বাংলাদেশকে পাক সামরিক জান্তার শাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে পাক দখলদার বাহিনীকে সক্রিয়ভাবে সাহায্য করিয়াছে। স্পেশাল পিপি জনাব শামছুদ্দিন আহমেদ সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এবং আসামী পক্ষে সরকার নিযুক্ত এডভােকেট খােন্দকার নুর মােহাম্মদ।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম