You dont have javascript enabled! Please enable it! 1973.05.27 | দৈনিক ইত্তেফাক শান্তি কমিটির সদস্যের যাবজ্জীবন - সংগ্রামের নোটবুক
২৭-৫-৭৩ দৈনিক ইত্তেফাক শান্তি কমিটির সদস্যের যাবজ্জীবন

গত শুক্রবার ঢাকায় ৬ নম্বর বিশেষ ট্রাইব্যুনাল জজ জনাব মােস্তাক আহমেদ চৌধুরী মানিকগঞ্জ শান্তি কমিটির সদস্য নয়ন মিয়াকে পাকবাহিনীর সংগে দালালীর জন্য দোষী। সাবাস্ত করিয়া যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করিয়াছেন।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম