You dont have javascript enabled! Please enable it!
১৪-৫-৭৩ দৈনিক পূর্বদেশ দালালীর দায়ে মৌলভীৰাজারে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিলেটের ১নং বিশেষ আদালতের জজ জনাব মতিউর রহমান খান পাক হানাদার বাহিনীর সাথে যােগসাজস এবং তিনজন পল্লীবধূর শ্লীলতাহানির অভিযােগে মৌলভী বাজারের দীঘল কাজীর জনৈক আসিদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এবং এক হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার টাকা প্রদানে ব্যর্থ হলে তাকে আরাে এক বছর সশ্রম কারাদণ্ড ভােগ করিতে হইবে। ঘটনার বিবরণে প্রকাশ উক্ত আসিদ আলী। ১৯৭১ সালের মে মাসে দখলদার পাক সেনাদের নিয়ে দীঘল কাজী গ্রামে মহিলাদের উপর পাশবিক অত্যাচার চালায়। তারা লিপি বিবি, আনােয়ারা খাতুন এবং অপর এক মহিলার উপর অত্যাচার চালিয়েছে বলে অভিযােগ করা হয়। মামলায় মােট সাত জন। স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামী নিজেকে নির্দোষ বলে দাবী করে। কিন্তু তার বিরুদ্ধে আনিত অভিযােগ প্রমাণিত হলে মাননীয় জজ তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। এবং হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়। সরকার পক্ষের বিশেষ পিপি জনাব মনিরুদ্দিন আহমেদ আসামী পক্ষে জনাব সলমান চৌধুরী এবং জনাব ইউসুফ মামলা পরিচালনা করেন।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম