You dont have javascript enabled! Please enable it! 1973.04.25 | দৈনিক বাংলা ওবাইদুল্লাহ মজুমদারের যাবজ্জীবন কারাদণ্ড - সংগ্রামের নোটবুক
২৫-৪-৭৩ দৈনিক বাংলা ওবাইদুল্লাহ মজুমদারের যাবজ্জীবন কারাদণ্ড
গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর ডাঃ এ এম মালিক মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী জনাব ওবাইদুল্লাহ মুজামদারকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বাসস খবরে বলা হয় যে ট্রাইব্যুনাল বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে পাকবাহিনীর সাথে সহযােগিতা এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে রাষ্ট্র বিরােধী কার্যকলাপ চালানাের যে অভিযােগ তার বিরুদ্ধে আনা হয়েছে তা সত্য বলে মনে করেন। অপরদিকে ১৯৭১ সালের অক্টোবরের কোন এক সময়ে অভিযুক্ত ভারত থেকে তার নিজ বাড়ী ফেনী সফরে আসলে দখলদার বাহিনী তাকে গ্রেফতার করে এবং মন্ত্রী হতে বাধ্য করা হয় বলে যে বক্তব্য পেশ করে ট্রাইব্যুনাল তা অবিশ্বাস্য বলে বিবেচনা করেন।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম