১০-৪-৭৩ দৈনিক ইত্তেফাক দালালীর অভিযােগে তিন বছরের সশ্রম কারাদণ্ড
টাঙ্গাইল, ৮ই এপ্রিল টাঙ্গাইলের ১নং বিশেষ আদালত হাকিম গত বৃহস্পতিবার মাওলানা আবদুল হাইকে দখলদার পাকবাহিনীর সাথে সহযােগিতার অভিযােগে তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইয়াছে। মাও. আবদুল হাইয়ের বিরুদ্ধে আরাে এক অভিযােগে বলা হয় যে, তিনি স্বাধীনতা সংগ্রাম চলাকালীন তথাকথিত উপনির্বাচনে অংশগ্রহণ করিয়া ছিলেন।
সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম