You dont have javascript enabled! Please enable it!
২৪-৩-৭৩ দৈনিক ইত্তেফাক পাক দালালের ৮ বছরের সশ্রম কারাদণ্ড

১৮ই মার্চ, কুমিল্লা : কুমিল্লার ত্রাস সৃষ্টিকারী ও বহু নিরীহ লােকের প্রাণহানির জন্য। দায়ী বর্বর পাক বাহিনীর দোসর কুখ্যাত দালাল ফুল মিয়াকে বিভিন্ন ধারায় আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ও কুমিলার ২নং দালাল বিচার বিশেষ ট্রাইব্যুনালের বিচারপতি জনাব কাজী বশির উদ্দিন উক্ত দলালকে বাংলাদেশের ফৌজদারী দণ্ড বিধির ৩৮০ ধারার সাথে ১৯৭২ সালের বাংলাদেশ দালাল বিচার বিশেষ ট্রাইব্যুনাল আদেশের ২ ও ১১ (বি) ধারায়ও বাংলাদেশ ফৌজদারী দণ্ড বিধির ৩০৯/১৪২ ধারার সহিত ১৯৭২ সনের বাংলাদেশ দালাল বিচার বিশেষ ট্রাইব্যুনাল আদেশের ২ ও ১১ (বি) ধারায় দোষী সাব্যস্ত করেন এবং মােট আট বছরের সশ্রম কারাদণ্ড ও দেড় হাজার টাকা জরিমানা অনাদায়ে আরে দেড় বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সরকার পক্ষের মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি জনাব শাহ আব্দুল অদুদ ও বিবাদীর পক্ষে জনাব মােহাম্মদ আলী ও আলী ইমাম এড, তাহার পক্ষে দুইজন সাফাই সাক্ষ্য দেন।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!