২৯-৩-৭৩ দৈনিক বাংলা দালালী ও হত্যার দায়ে খুলনায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড
মুসলিম লীগ নেতা বদর ও অপর এক ব্যক্তিকে হত্যা ও দালালীর দায়ে গতকাল এখানে ১নং বিশেষ আদালতের বিচারপতি জনাব কে এফ আকবর যাবজ্জীবন করাদণ্ড প্রদান করেছেন। উক্ত আদালত একই মামলায় অপর তিন জনকে দালালীর দায়ে প্রত্যেককে ছয় বছরের কারাদণ্ড প্রদান করেছেন। আতাহার আলী খান ও অপর চার ব্যক্তিকে দালালী ও হত্যার দায়ে গ্রেফতার করা হয়। দুবার এম, এন. এ. পদে নির্বাচিত আতাহার আলী খান মহকুমা কনভেনশন মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন। অভিযােগে বলা হয় আতাহার আলী খানের নির্দেশে সফদার আলী স্বাধীনতা যুদ্ধকালে মােড়লগঞ্জের দায় ভাগ্যকাটির শ্রী বাসুদেব গুহকে প্রকাশ্য দিবালােকে হত্যা করে। শ্রী বাসুদেব গুহ আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তাকে গুলি করে হত্যা করা হয়।
সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম