You dont have javascript enabled! Please enable it!
১৪-৩-৭৩ দৈনিক পূর্বদেশ দালাল আইনে সাদ আহমেদের যাবজ্জীবন কারাদণ্ড
কুষ্টিয়ার সেশন জজ এবং বিশেষ ট্রাইব্যুনালের সদস্য মি, আর, কে, বিশ্বাস ১৯৭২ সালের বিশেষ দালাল আইনে অভিযুক্ত সাদ আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। করেছেন। গতকাল মহামান্য জজ অভিযুক্ত সাদ আহমেদের শাস্তি প্রদানকালে বলেন যে অভিযুক্ত সাদ আহমেদকে আরাে বেশী শাস্তি দেয়া উচিত ছিল কিন্তু এই জেলার একজন সফল আইনজীবী হিসাবে অতীতের কাজের জন্য তাকে যাবজ্জীবন শাস্তি দেয়া। হলাে। সরকারি পক্ষের কৌঁসুলি সাদ আহমেদের বিরুদ্ধে জেলা শান্তি কমিটির চেয়ারম্যান হিসাবে অধিকৃত বাংলাদেশে পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে সহযােগিতার অভিযােগ আনেন। অভিযুক্ত কুষ্টিয়া ১১ নির্বাচনী এলাকা থেকে সাজানাে উপনির্বাচনে একজন প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া অভিযুক্তের বিরুদ্ধে জোর করে অপহরণ ও নরহত্যার অভিযােগ আনা হয়। অভিযুক্ত নিজেকে নির্দোষ বলে দাবী করেন। কুষ্টিয়ার প্রধান বিশেষ সরকারি কৌসুলী জনাব আমজাদ হােসেন সরকার পক্ষের উকিল ছিলেন, এবং অভিযুক্ত সাদ। আহমেদ নিজেই নিজের পক্ষ সমর্থন করেন তাকে সাহায্য করেন এড. জনাব জিলুর। রহমান এবং জনাব এস এম এমদাদ হােসেন।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!