You dont have javascript enabled! Please enable it!
১১-২-৭৩ দৈনিক আজাদ আরেকজন দালাল মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল গতকাল শনিবার সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর ডা, এ এম মালেকের মন্ত্রী সভার স্থানীয় স্বায়ত্ত্ব শাসন এবং মৌলিক গণতন্ত্র দফতরের মন্ত্রী। মাও, মােঃ ইসহাককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানী দখলদার বাহিনীর সাথে সহযােগিতা করার দায়ে তাকে এই দণ্ড দেয়া হয়। দখলদার বাহিনীর সাথে দালালী ও রাষ্ট্রদ্রোহিতার জন্য তাকে আলাদাভাবে কোন শাস্তি দেয়া হয়নি। যদিও তিনি এই অভিযােগে দোষী সাব্যস্ত হয়েছেন।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম