You dont have javascript enabled! Please enable it! 1973.02.07 | দৈনিক ইত্তেফাক দালালী মামলায় সােলায়মানের যাবজ্জীবন কারাদণ্ড - সংগ্রামের নোটবুক
৭-২-৭৩ দৈনিক ইত্তেফাক দালালী মামলায় সােলায়মানের যাবজ্জীবন কারাদণ্ড

গতকাল ঢাকার ১২নং বিশেষ ট্রাইব্যুনালের জজ জনাব শেখ খােরশেদ আলী ডা. মালিক কেবিনেটের সাবেক শ্রম, সমাজ কল্যাণ ও পরিবার পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব এ. এস, এম, সােলাইমানকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ শত টাকা জরিমানা অনাদায়ে আরাে দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অসন্তোষ, ঘৃণা সঞ্চার করার দায়ে জনাব সােলাইমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা অনাদায়ে আরাে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। ট্রাইব্যুনাল তাহাকে তথাকথিত উপনির্বাচনে অংশগ্রহণ করার দায়ে ও তিন বছরের সশ্রম কারাদণ্ড ও দুই শত টাকা। জরিমানা অনাদায়ে আরাে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে। মাননীয় জজ আসামীকে পৃথক পৃথক অপরাধের জন্য তাহাকে আলাদা আলাদা দণ্ড প্রদান করেন। এই তিনটি অভিযােগের জন্য দণ্ডাদেশ একই সঙ্গে কার্যকরী হবে জরিমানা অনাদায়ে প্রদও সাজা পূর্ববর্তী সাজার সহিত যুক্ত হবে। বিশেষ পাবলিক প্রসিকিউটার জনাব খলিলুর রহমান সরকার পক্ষ ও জনাব মােহাম্মদ আজম জনাব সােলাইমানের পক্ষ সমর্থন করেন ।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম