You dont have javascript enabled! Please enable it! 1973.01.09 | দৈনিক আজাদ ডা, মালিকের আরেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড - সংগ্রামের নোটবুক
৯-১-৭৩ দৈনিক আজাদ ডা, মালিকের আরেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
পূর্ব পাকিস্তানের সাবেক গর্ভনর ডা, মালিকের মন্ত্রী সভার সদস্য পূর্তমন্ত্রী মােশারেফ হােসেনকে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের দখলদার বাহিনী কর্তৃক যুদ্ধ পরিচালনায় সহায়তা করার জন্য দোষী সাব্যস্ত করে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল বিচারপতি শীত বড়ুয়া যাবজ্জীবন কারাদণ্ড দিয়াছেন। আসামীকে পাকিস্তানী সশস্ত্র বাহিনীর সাথে যােগসাজসের জন্য দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু বিচারক এই অপরাধের জন্য পৃথক সাজা দিতে বিরত থাকেন। আসামী নির্দোষ বলে যে অজুহাত দেখিয়াছেন বিচারপতি তা বাতিল করে বলেন যে পাকিস্তানী দখলদার বাহিনীর কবল থেকে অনেক বাঙ্গালীর জীবন বাঁচিয়েছে বলে আসামী যে সাক্ষী উপস্থিত করেছেন তা থেকে আসামীর বিরুদ্ধে অপরাধ বাতিল হয় না।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম