You dont have javascript enabled! Please enable it!
৫-১-৭৩ দৈনিক আজাদ দালালীর দায়ে আরাে একজনের ৪ বছর সশ্রম কারাদণ্ড

আজ কালিগঞ্জ থানার অধ্যাপক ইউসুফ আলীকে ১৯৭১ সালের জাতীয় পরিষদে তথাকথিত উপনির্বাচনে অংশগ্রহণ করার দায়ে ৮ হাজার টাকা জরিমানা সহ ৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হইয়াছে। একজন সহকারী দায়রা জজকে নিয়ে। বিশেষ আদালত গঠন করা হয়। আদালত আসামীর বিরুদ্ধে অভিযােগ এনে বলেছেন যে, এ ধরনের অংশগ্রহণের মাধ্যমে তিনি বাংলাদেশে পাকিস্তানী শাসন। কায়েম রাখার ব্যাপারে দখলদার বাহিনীর হাতকে শক্তিশালী করেছিলেন। এটা বাংলাদেশ দালাল আইনের অন্তর্ভূক্ত বলে আদালত জানান। অর্থমন্ত্রী জনাব। তাজউদ্দিন আহমদ যখন মুজিবনগর থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিপ্লবী। সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন তখন অধ্যাপক ইউসুফ আলী তার নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!