২৫-১২-৭২ দৈনিক পূর্বদেশ যশােরে দু’জন রাজাকারের যাবজ্জীবন কারাদণ্ড
যশোর, ২২শে ডিসেম্বর সম্প্রতি স্থানীয় ২নং বিশেষ আদালতের বিচারক জনাব এম. আই, হােসেন বাংলাদেশ দণ্ডবিধির ৩০২, ৩৬৪, ৩২৪ ধারা এবং ১৯৭২ সালের বাংলাদেশ দালাল আইনের ২ ও ২/খ ধারা মতে দোষী সাব্যস্ত করে জনৈক মোসলেম উদ্দিন মােল্লা ও আবদুল ফতেহ ওরফে ফতেহ আলী নামক দু’জন রাজাকারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। আসামীদ্বয় নিঙদেরকে নির্দোষ বলে। দাবী করে। মাননীয় বিচারক উভয়কেই দোষী সাব্যস্ত করে উল্লেখিত দণ্ড প্রদান করেন। এছাড়া উভয়কে ৫০০ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরাে ছয় মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পাবলিক স্রেসিকিউটর জনাব সৈয়দ মােকাররাম হােসেন। আসামী ফতেহ আলীর পক্ষ সমর্থন করেন জনাব খান বাহাদুর লুৎফর রহমান এবং মােসলেম উদ্দিনের পক্ষের কৌসুলি ছিলেন জনাব লুৎফর রহমান।
সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম