২৫-১২-৭২ দৈনিক পূর্বদেশ দালালীর দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
বগুড়া, ২৪শে ডিসেম্বর দালাল বিচারের জন্য গঠিত বগুড়ার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জনাব একে এম হরিজুল আলম দালাল আইনের ১১(ক) ধারা এবং বাংলাদেশ দণ্ডবিধি আইনের ৩০২/৩৪ ধারা অনুযায়ী আব্দুর রহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং তার সহকারী অপর পাঁচজনকে তিন বৎসর সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ শত টাকা করে জরিমানা অনাদায়ে আরাে ৬ মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এই মামলায় জড়িত অপর ছয় ব্যক্তিকে প্রমাণের অভাবে বেকসুর খালাস দেয়া হয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ উক্ত আবদুর রহিম জয়পুর হাট থানার অধিবাসী। জনৈক দুইমুদ্দিনের ছেলে মুক্তিবাহিনীতে গেলে আসামী আবদুর রহিম ২০/২৫ জন খান সেনাকে সঙ্গে নিয়ে ছইমুদ্দিনের বাড়ীতে যায় এবং তাকে ধরিয়ে দেয়। পরে খান সেনারা পক্ষে নিয়ে এসে দুইমুদ্দিনকে নৃশংসভাবে হত্যা করে। মামলা পরিচালনা করেন সরকারি ক্যাম্পে জনাব হামেশ আলী খান জাহেদী এবং আসামী পক্ষে জনাব মুজিবর রহমান এডভােকেট।
সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম