You dont have javascript enabled! Please enable it!

২৫-১২-৭২ দৈনিক পূর্বদেশ দালালীর অভিযােগে আবুল হােসেনের ৩ বছর সশ্রম কারাদণ্ড

রংপুর, ২৪শে ডিসেম্বর রংপুর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বেআইনী ঘােষিত | পি,ডি,পির সাবেক জেলা প্রধান আবুল হোসেন মিয়াকে লিগত স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার বাহিনীর সাথে সহযােগিতার পরবে তিন বছর সশ্রম কারাদণ্ড নিয়েছেন। জানা গেছে যে, বদরগঞ্জ থানাধীন একারচলির আবুল হোসেন মিয়া রংপুর জেলার শান্তি কমিটির একজন প্রভাবশালী সদস্য ছিলেন এবং জেলা সদর থেকে ১৩ মাইল দূরে একারচলিতে ১শ জনের একটি রাজাকার দল গঠন করেছিলেন। তিনি স্বাধীনতা সংগ্রামের সময় তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক ঘােষিত উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম