১৩-১২-৭২ দৈনিক আজাদ দুইজন রাজাকারের যাবজ্জীবন কারাদণ্ড
গতকাল শনিবার ২নং আদালতের বিশেষ ট্রাইব্যুনালের বিচারপতি জনাব এম আই হােসেন বাংলাদেশের দণ্ড বিধির ৩০২, ৩৬৪, ৩২৪, ধারা এবং ১৯৭২ সালের দালাল আইন ২/ক ও ২ক/খ ধারা মতে দোষী সাব্যস্ত করে জনৈক মােসলেম উদ্দিন মােল্লা ও আব্দুল ফতেহ ওরফে ফতেহ আলী নামক দুইজন রাজাকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া উভয়কে ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরাে ছয় মাস কারাদণ্ড প্রদান করেছেন। মামলার বিবরণে জানা গেছে আসামী বিগত স্বাধীনতা যুদ্ধকালে পাকহানাদার বাহিনীর সহযােগিতায় ১৯৭১ সালের ১৬ অক্টোবর মাগুরা মহাকুমার শ্রীপুর থানার খামারপাড়া গ্রামের অধিবাসী জনৈক সন্তোষ কুমার সরকারের গৃহ ঘেরাও করে অমুল্য কুমার ও কিরণ চন্দ্র সরকার নামক দুই ভাইকে হত্যার উদ্দেশ্যে থানায় নিয়ে যায়। পরে পাক হানাদার বাহিনীর লােকেরা তাদের দুইজনকে থানা সংলগ্ন নদীতে নামিয়ে রাইফেলের সাহায্যে গুলি করে। ফলে কিরণ চন্দ্র ঘটনা স্থলে মারা যায়। অমূল্য চন্দ্রের হাতে গুলি। লাগলে পাকহানাদার বাহিনী তাকে মৃত ভেবে চলে গেলে কোন রকমে সে আত্মরক্ষা করতে সমর্থ হয়। আসামীরা নিজেদের নির্দেষ দাবী করলেও মাননীয় বিচারপতি। উভয়কে দোষী সাব্যস্ত করে উল্লেখিত দণ্ড প্রদান করেন।
সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম