১২-১২-৭২ দৈনিক সংবাদ দালাল লুত্যর রহমানের তিন বছরের কারাদণ্ড
মুক্তিযুদ্ধের সময় দখলদার বাহিনীর সাথে সহগিতা করার জন্য সম্প্রতি পটুয়াখালীর বিশেষ আদালত জনৈক লুৎফর রহমান নামক এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। খবরে প্রকাশ উক্ত আসামী শান্তি কমিটির সদস্য এবং মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকারের নির্বাচনে অংশগ্রহণ করেছিল। খবরে আরাে প্রকাশ উক্ত লুৎফর রহমান যুদ্ধ চলাকালিন পাকবাহিনীর সহায়তায় হত্যা লুঠ ও অগ্নি সংযােগ করেছিল।
সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম