You dont have javascript enabled! Please enable it!
২-১২-৭২ দৈনিক ইত্তেফাক ৩ জন আল বদরের যাবজ্জীবন কারাদণ্ড
জেলা’ সেশন জজ ১নং বিশেষ ট্রাইব্যুনালের সভাপতি জনাব এ জেড এম হাফিজুল আলম স্বেচ্ছায় আল বদর হিসাবে নাম ভুক্তির দায়ে ৩ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করিয়া জরিমানা করা হইয়াছে। দণ্ড প্রাপ্ত আল বদর তিনজন হইল মাসুদ আলম, শামসুল আলম ও শহিদুল্লাহ। মামলার বিবরণে প্রকাশ অভিযুক্ত ৩ ব্যক্তি স্বেচ্ছায় পাক সেনাবাহিনীর অধীনে আলবদর হিসাবে নিজেদের নাম তালিকা ভূক্ত করে ও বাংলাদেশে তাহাদের বেআইনী দখল কায়েম রাখার ব্যাপারে সর্বক্ষেত্রে সহযোগিতা করে। অভিযুক্তরা মুক্তিসেনাদের সনাক্ত করিয়া হানাদার বাহিনীর হাতে তুলে দিত। অভিযুক্তরা নিজেরাও অনেক বাঙ্গালীকে হত্যা করেছে। অভিযুক্ত ৩ ব্যক্তি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে। সরকার পক্ষের মামলা পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর জনাব গােলাম মােস্তফা ও আসামী পক্ষের সমর্থন করেন এড. জনাব মাজহারুল ইসলাম। 

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!