২৭-১০-৭২ দৈনিক বাংলা দালালীর দায়ে সিলেটের জালালাবাদ সম্পাদকের তিন বছরের কারাদণ্ড
সিলেটে, ২৪শে অক্টোবর সিলেটের বিশেষ ট্রাইব্যুনাল দালালীর অভিযােগে অধুনালুপ্ত মাসিক জালালাবাদের সম্পাদক ও সাবেক এপিপির সংবাদদাতা জনাব রজিউর। রহমানকে তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিয়াছেন। বিশেষ ট্রাইব্যুনালের চেয়ারম্যান জনাব এম এ মান্নান এ রায় প্রদান করেন। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযােগে বলা হয় মুক্তিসংগ্রাম চলাকালে সিলেট বেতার কেন্দ্রে মুক্তিযােদ্ধাদের স্ক্রিপ, তাদের প্রতি ঘৃণা সৃষ্টি করার জন্য ধ্বনী প্রতিধ্বনী নামক কবিতাটি তিনি। নিয়মিত লিখিতেন। তাছাড়া ঐ সময় মুক্তিফৌজ ও মুক্তিযােদ্ধাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক। ও হানাদারদের ভূয়শী প্রশংসা করে তিনি সংবাদপত্রে নিয়মিত সংবাদ পাঠাতেন। লালাবাজার হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব রাজিউর রহমান বাধ্যতামূলকভাবে ছাত্রদের স্কুলে এনে স্কুল চালু করেন। তিনি ছাত্রদের মধ্যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। দেশ স্বাধীন হবার পর রাজিউর রহমানকে দালালীর অভিযােগে গ্রেফতার করা হয়।
সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম