You dont have javascript enabled! Please enable it!
১২-১০-৭২ দৈনিক সংবাদ আইন আদালত দালালীর দায়ে যশােরে এক ব্যক্তির ৭ বছরের সশ্রম কারাদণ্ড

যশােরের সেশন এবং ১নং বিশেষ ট্রাইব্যুনালের জজ মি, ডি এন চৌধুরী সম্প্রতি এক বিচারে জনৈক কাজী বদরুল ইসলাম ওরফে পুটে কাজীকে বাংলাদেশ অপরাধ আইনের ৩৭৯, ৩৮০ ধারা, ও বাংলাদেশ দালাল আইনে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ আসামী দখলদার আমলে শশা থানার একজন রাজাকার ছিল ঐ সময় অন্যের ঘরে অনধিকার প্রবেশ ও চুরির অপরাধ সংঘটিত করে। জনৈক সাব ইন্সপেক্টর থানা চত্বরে অবস্থিত তার কোয়াটারে সমস্ত জিনিসপত্র রেখে পাক বাহিনীর ভয়ে কেশবপুরে চলে যায়। আসামী পুটে কাজী দখলদার বাহিনীর সক্রিয় সহযােগিতায় ১/৪/৭১ থেকে ১৫/৪/৭১ তারিখের মধ্যে থানা চত্বর থেকে সি, আই, সিট চৌকি ও চেয়ার অপসারিত করে ঘরে অনধিকার প্রবেশ করে ১টি সাইকেল ট্রানজিস্টার, ৬টি ট্রাঙ্ক ভর্তি জিনিস পত্র ও ৬৩১০ টাকা চুরি করে নিয়ে যায়। স্বাধীনতার পরে সাব ইন্সপেক্টর ফিরে এলে তার প্রতিবেশী জনৈক আওয়াল হােসেন তাকে একথা জানান। ৭ জন সাক্ষীকে জেরা করা হয়। আসামী পক্ষ বলা হয়, সে এগুলাের কিছুই জানে না। সে রাজাকার ছিল না। জেরায় সাক্ষীদের কাজ থেকে অভিযােগগুলাের সত্যতা মেলে। আসামীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বাদীপক্ষের মামলা পরিচালনা করেন বিশেষ সরকারি উকিল জনাব হাবিবুর রহমান। আসামী পক্ষের উকিল ছিলেন জনাব লুৎফর রহমান।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!