You dont have javascript enabled! Please enable it! 1972.08.14 | ১৪-৮-৭২ দৈনিক আজাদ কুষ্টিয়া স্পেশাল ট্রাইব্যুনালে দালাল আইনে এক ব্যক্তির দু’বছর সশ্রম কারাদণ্ড - সংগ্রামের নোটবুক

১৪-৮-৭২ দৈনিক আজাদ কুষ্টিয়া স্পেশাল ট্রাইব্যুনালে দালাল আইনে এক ব্যক্তির দু’বছর সশ্রম কারাদণ্ড

কুষ্টিয়া, ১২ই আগস্ট গত ৩১শে জুলাই কুষ্টিয়ার জেলা জজ ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মি. রবীন্দ্র কুমার বিশ্বাস স্পেশাল ট্রাইব্যুনালের ৭/৭২নং মামলার রায় প্রদান করেছেন। উক্ত মামলার আসামী খােন্দকার কোরবান আলীকে দালাল আইনে ৪নং তফসীলের (‘বি’) অনুযায়ী ১১ডি অনুসারে ২ বছরে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ বিগত স্বাধীনতা আন্দোলনের সময় তিনিই প্রথম ব্যক্তি। যিনি পােড়াদহ হতে কয়েকশত লােকের একটি মিছিল সহকারে কুষ্টিয়া শহরে বিভিন্ন শ্লোগান প্রদান পূর্বক মেজরের নিকট হাজির হয়ে শান্তি কমিটি স্থাপনের উদ্যোগ নেন। এছাড়া আরও তিনজন আসামীর ৩৬৪ ধারা অনুযায়ী দালাল আইনের ২নং তফশীল। অনুযায়ী ১১ ‘বি’ ধারা মতে ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তারা হলেন শাহ। মােহাম্মদ হানিফ ও বরকত। এরা প্রত্যেকেই বিহারী। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন জনাব মাহতাব উদ্দিন আহমেদ এড, জনাব মুসলেমুর রহমান এড, জনাব লুৎফর রহমান এড.। বিহারীদের পক্ষে মামলা পরিচালনা করেন জনাব নুরুল হক পাবলিক প্রসিকিউটর ও জনাব আমজাদ হােসেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সরকারি এড, মােঃ আশরাফুল হক।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম