You dont have javascript enabled! Please enable it! 1972.08.12 | ১২-৮-৭২ দৈনিক আজাদ তিনজনের কারাদণ্ড ও জরিমানা : পাবনার বিশেষ আদালতে ২য় দালালী মামলার রায় - সংগ্রামের নোটবুক
১২-৮-৭২ দৈনিক আজাদ তিনজনের কারাদণ্ড ও জরিমানা : পাবনার বিশেষ আদালতে ২য় দালালী মামলার রায়
পাবনা ১০ই আগস্ট সম্প্রতি পাবনার বিশেষ আদালতের বিচারক জনাব কবির উদ্দিন আহম্মদ পাবনার ২য় দালালী মামলার রায়ে আসামী মােঃ আকবার আলী মােল্লা, দীদার হােসেন ও মােঃ নজীর মলকে ১৯৭২ সালের জারীকৃত রাষ্ট্রপ্রধানের ৮ নম্বর আদেশের ১১নং ধারার (খ) ব্লক অনুযায়ী পাক সামরিক বাহিনীর সাথে সহযােগিতা করার অভিযােগে। দোষী সাব্যস্ত করেন এবং প্রত্যেককে ১ বছর করে শ্রম কারাদণ্ড এবং পাঁচশ টাকা করে জরিমানা, অনাদায়ে ২ মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। অবশ্য এই সমস্ত আসামীদের। বিরুদ্ধে রাষ্ট্রপ্রধানের ৮নং আদেশের ১১নং ধারায় বর্ণিত নির্দেশ অনুযায়ী বাংলাদেশে দণ্ডবিধি আইনের ৪৩৬/৩৪, ৩০৭/৩৪ ও ৩০২/৩৪ ধারানুযায়ী অভিযােগসমূহ আদালতে প্রমাণিত না হওয়ায় তাদেরকে উক্ত অভিযােগ থেকে খালাস দেয়া হয়। উপরােক্ত দালালী মামলার প্রধান আসামী পাবনা সদর মহকুমার অন্তর্গত চাটমােহর থানার হাভিয়াল ইউনিয়ন কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান মােঃ রজর আলী সরকারের বিরুদ্ধে উল্লেখিত একই ধারায় আনীত অভিযােগ সমূহের কোনটি প্রমাণিত না হওয়ায় মাননীয় আদালত অভিযুক্ত আসামীকে খালাস দিয়েছেন। মামলার বিবরণে প্রকাশ, স্বাধীনতা সংগ্রামকালে আসামীরা পাক সামরিক বাহিনী ও রাজাকারদের সহযােগিতায় দেশে হত্যাকাণ্ড, লুণ্ঠন, অগ্নিসংযােগ ও নানা প্রকার অপকর্মে লিপ্ত থাকে এবং স্বাধীনতা সংগ্রামে বাধা প্রদান করে পাকিস্তানের সামরিক শাসনকে মজুবত করার চেষ্টা করে। আসামীদের বিরুদ্ধে ৩১ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সরকারি উকিল জনাব আমজাদ হােসেন ও জনাব গফুর তরফদার এবং আসামী পক্ষে ছিলেন জনাব আবদুস সবুর ও জনাব। আবদুল হামিদ।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম