You dont have javascript enabled! Please enable it!
২-৮-৭২ দৈনিক আজাদ রাজাকার কমান্ডারের দু’বছর কারাদণ্ড

দিনাজপুর, ১লা আগস্ট দিনাজপুর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাসিরুদ্দিন নামক একজন রাজাকার কমান্ডারকে দালালীর অভিযােগে দু’বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা করেছেন। জরিমানার টাকা অনাদায়ে আরাে দু’মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ উক্ত রাজাকার কমান্ডার দখলদার আমলে দুইজন রাজাকারসহ জনৈক আকিমুদ্দিনের বাড়ী ঢুকে তাকে আটক করে এবং তার স্ত্রীকে দাবী করে। এ সময়ে আকিমুদ্দিনের স্ত্রী বাড়ী থেকে পালিয়ে আত্মরক্ষা করে। রাজাকার কমান্ডার তখন আকিমুদ্দিনকে ক্যাম্পে নিয়ে যায় এবং তথায় তার উপর সারারাত অমানুষিক অত্যাচার চালায়। বিজ্ঞ বিচারক উক্ত ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে উপরােক্ত সাজা প্রদান করেন।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!