You dont have javascript enabled! Please enable it! 1972.08.02 | দৈনিক ইত্তেফাক টাঙ্গাইলে দালাল আইনে ৩ ব্যক্তি দণ্ডিত - সংগ্রামের নোটবুক
২-৮-৭২ দৈনিক ইত্তেফাক টাঙ্গাইলে দালাল আইনে ৩ ব্যক্তি দণ্ডিত
টাঙ্গাইলের প্রথম বিশেষ ট্রাইব্যুনাল অদ্য দালাল আইনে গােপালপুর নিবাসী আব্দুল খালেক, আব্দুল মালেক ও মেছের আলীকে যথাক্রমে দেড় বছর এক বছর ও ৬ মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিয়াছেন। মামলার বিবরণে প্রকাশ অভিযুক্ত ব্যক্তিরা ১৯৭১ সালের ২৬শে মার্চ হইতে ১৬ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে দখলদার পাকবাহিনীর সাথে সহায়তা করে এবং তথা কথিত শান্তি কমিটির সদস্য হিসাবে তাহারা বিভিন্ন গ্রামে লুণ্ঠন করে এবং অসামরিক লােকজন হত্যা করে। বিশেষ ট্রাইব্যুনালের পক্ষে মামলা পরিচালনা করেন জনাব হাবিবুর রহমান এবং অভিযুক্তদের পক্ষে সমর্থন করে। এড, জনাব আবদুল খালেক।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম