You dont have javascript enabled! Please enable it! 1972.07.19 | দৈনিক পূর্বদেশ দালালী মামলা : পটুয়াখালীতে একজনের সশ্রম কারাদণ্ড - সংগ্রামের নোটবুক
১৯-৭-৭২ দৈনিক পূর্বদেশ দালালী মামলা : পটুয়াখালীতে একজনের সশ্রম কারাদণ্ড
পটুয়াখালী, ১৮ই জুলাই পটুয়াখালীতে একটি বিশেষ ট্রাইব্যুনাল নির্বাচনে অংশগ্রহণের অভিযােগে এক ব্যক্তিকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। পটুয়াখালীতে ট্রাইব্যুনালের এটাই হচ্ছে প্রথম বিচার। সহকারী সেশন জজ জনাব মােহাম্মদের নেতৃত্বে ২নং ট্রাইব্যুনাল অভিযুক্ত ডা. শরফুদ্দিনকে দালালী আইনে দোষী সাব্যস্ত করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, যে দখলদার বাহিনী অবৈধভাবে পিই-১০৯ পটুয়াখালী আসনটি শূন্য ঘােষণা করেন। ঐ আসনে জনাব আবুল হাশেম আওয়ামীলীগের টিকিটে এমপি এ নির্বাচিত হন। অভিযুক্ত ব্যক্তি দখলদার বাহিনী কর্তৃক শূন্য ঘােষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সরকারি কৌসুলি জনাব আশরাফ আলী, রাষ্ট্রের পক্ষে মামলাটি পরিচালনা করেন।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম