১৮-৭-৭২ দৈনিক পূর্বদেশ দালাল মামলা : সিরাজ উদ্দিনের এক বছর সশ্রম কারাদণ্ড
ঢাকা শহর কাউন্সিল মুসলিম লীগের সভাপতি সিরাজ উদিন আহমদকে গত বছর উপ-নির্বাচনে অংশগ্রহণ করে পাক হানাদারদের সহায়তা করার অপরাধে গতকাল সােমবার এক বিশেষ ট্রাইব্যুনাল এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরাে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আসামী বলেছিল সে ও তার দল গণতন্ত্র ও বাংলাদেশের স্বার্থের খাতিরে দীর্ঘকাল সংগ্রাম করেছে এবং ঐ একই কারণে সে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। ট্রাইব্যুনাল এ বক্তব্য অগ্রাহ্য করে বলেছেন আসামী দেশের তদানীন্তন পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণ করে দালালীর কাজ করেছে।
সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম